Tuesday, November 18

বর্ধমান বিস্ফোরণে রোহিঙ্গা খালিদ গ্রেপ্তার


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের বর্ধমানে বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) খালিদ মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে।সোমবার গভীর রাতে হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে৷ ধৃত খালিদ মায়ানমারের বাসিন্দা বলে জানা গেছে৷ মায়ানমার-বাংলাদেশ সীমান্তের জঙ্গিগোষ্ঠির সঙ্গেও জড়িত রয়েছে খালিদ৷ ধৃতের কাছ থেকে ইরাকের আইএসআইএসের কিছু বই ও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠির তেহেরিক-ই-তালিবানের কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ বর্ধমান বিস্ফোরণের সঙ্গে মায়ানমারের যোগসূত্র রয়েছে বলেই মনে করছেন এনআইএ আধিকারিকরা৷ কলকাতায় এনআইএ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের সঙ্গে বর্ধমানকাণ্ডের যোগ রয়েছে বলে জাবি করে এনআইএ৷ এনআইএ সূত্রে বলা হয়েছিল, প্রশাসনকে এই তদন্ত থেকে সড়ে আসার জন্য বোমাবিস্ফোরণের মাধ্যমে সতর্ক করেছিল সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠি৷ অভিযুক্ত খালিদ সহ আরও বেশ কিছু জঙ্গিকেই গ্রেপ্তার করেছেন এনআইএ৷ আধিকারিকরা মনে করছেন এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও জঙ্গিদের হদিশ পাওয়া সম্ভব হবে৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়