নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সড়কের বাজার সংলগ্ন ঈদগাহ মাদ্রাসার পাশে বাসের চাকায় পৃষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত মহিলার নাম ফাতেমা বেগম (৬০), তিনি ৩নং দিঘীরপাড় ইউপির ধনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ফাতেমা বেগম তার ছেলে আফতাব উদ্দিনের মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী সর্দারমাটি গ্রামে তার পিত্রালয়ে যাচ্ছিলেন।
সিলেট-জকিগঞ্জ সড়কে ঈদগাহ পয়েন্ট অতিক্রম করে মোটর সাইকেলটি সর্দারমাটি গ্রামের রাস্তা দিয়ে ঢোকার সময় পিছন দিক থেকে এসে একটি যাত্রীবাহী বাস (নং- সিলেট-ব-১১০০৫) মোটর সাইকেলটি কে ধাক্কা দিলে ফাতেমা বেগম মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে দ্রুতগ্রামী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে ছেলে আফতাব উদ্দিন রাস্তার পাশে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেও মুমর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক বাস ও এর চালকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং নিহত ফাতেমা বেগম এর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়