ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে দলের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে।
রবিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
তিনি বলেন, স্থায়ীভাবে কেন তাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে চিঠি দেয়া হবে। চিঠি আগামীকালের মধ্যে তার কাছে চলে যাবে। এর উপযুক্ত জবাব দিতে না পারলে তাকে স্থায়ীভাবে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, দলের প্রাথমিক সদস্য পদ না থাকলে তার সংসদ সদস্য পদও বাতিল হয়ে যাবে। তখন ঐ আসন শূন্য ঘোষণা করা হবে।
এর আগে শেখ হাসিনার সূচনা বক্তব্যের পরে বৈঠক শুরু হয়ে। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়