ঢাকা: বেসরকারি খাতে সরকারি কারখানা আর নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো জানান, বেসরকারি খাতে ছেড়ে দেয়ার পরও চালু না হওয়া কারখানাগুলোও উদ্ধার করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনে এসে রোববার সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে যে শিল্পগুলি বা জায়গাগুলি রয়ে গেছে এখনো; এখনো বহু ইন্ডাস্ট্রি বন্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর ইন্ডাস্ট্রি ব্যক্তিমালিকানায় বিক্রির পদক্ষেপ নেব না।”
বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “বরং যেসব শিল্প কলকারখানা যারা ব্যক্তিমালাকানায় কিনে নিয়েছে চালু করবে বলে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চালু করে নাই, তাদের হাত থেকে সেগুলো উদ্ধার করতে হবে।”
বেসরকারিকরণ বোর্ড করে কারখানাগুলো বিরাষ্ট্রীকরণ করার যে পদক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এতে আমরা দেখেছি যে, অনেকেই হয়তো শিল্প কিনেছে পানির দামে। কেনার পরে ওর যে কাঁচামাল, কেমিক্যালস, মেশিনারিজ বিক্রি করে, কেনার পয়সাটা উঠে গেলে কেউ আর শিল্প চালু করেনি।”
এ প্রসঙ্গে নাবিস্কো বিক্রির সময়ের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি নিজে একসময় তেজগাঁও এলাকায় সংসদ সদস্য ছিলাম। নাবিস্কো তখনকার টাকায় চার লাখ টাকায় বিক্রি হয়। ওই কেমিক্যালস আর কাঁচামাল বিক্রি করেই চার লাখের অনেক বেশি টাকা উঠে আসে। কিন্তু, তারপর তারা ওই ইন্ডাস্ট্রি আর চালু করেনি।”
প্রসঙ্গত, বিশ্ব ব্যাংকের পরামর্শে ১৯৯৩ সাল থেকে রাষ্ট্রায়ত্ত্ব কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত মোট ৭৪টি রাষ্ট্রায়ত্ব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এরমধ্যে ৫৪টি কারখানা সম্পূর্ণ বিক্রি করে দেয়া হয়েছে; ২০টি কারখানায় নেওয়া হয়েছে অংশীদার।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়