নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার কানাইঘাটের সড়কের বাজার সংলগ্ন কাজীর গ্রামে মাইক্রোবাস দূর্ঘটনায় গুরুতর আহত মনন নমঃ শুদ্র (৬০) চিকিৎসাধীন অবস্থায় আজ সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই। মৃত মনন নমঃ শুদ্রের বাড়ী স্থানীয় পূর্ব ঠাকুরের মাটি গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার বিকেল ২টায় হাসপাতালে মারা যান। এদিকে ঘাতক মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়ীর মালিকের পরিচয় পাওয়া গেছে। মালিকের বাড়ী পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামে। তার নাম সেলিম আহমদ। তবে এ ঘটনায় নিহত দু’জনের পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় গতকাল পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। প্রসঙ্গত যে, গত শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-চ-১১-০১৭৬ মাইক্রোবাসটির চালক কয়েকজন পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে সর্দারমাটি গ্রামের ফারুক আহমদ (২৫) মারা যান। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মনন নমঃ শুদ্রের মৃত্যু হয়। আহত আরো দু’জন সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন, সড়ক দূর্ঘটনায় নিহত দু’জন দরিদ্র পরিবারের লোক। তারাই পরিবারের ভরন-পোষণ চালাতেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়