কানিউজ ডেস্ক : লুঙ্গি পরে শাহরুখকে ছাপিয়ে গেলেন সানি লিওন। মুক্তি পেতেই তেলেগু ছবি ‘কারেন্ট থিগা’র আইটেম নম্বরের ভিডিও সুপার-ডুপার হিট। আর হবে নাই বা কেন। এই আইটেম নম্বরে কোমর দোলাতে দেখা গিয়েছে সানি লিওনকে। তাও আবার লুঙ্গি পরে। লাস্যময়ীর কোমরে লুঙ্গির ভাঁজ পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে। গোটা ভিডিওতে গানটার মধ্যে সানি ছাড়া আর কিছুই নেই।
পরিচালক যে পুরো গানটায় তাঁকে ভালোভাবেই ব্যবহার করতে পেরেছেন, তা বলাই যায়। আর শুধু লুঙ্গি কেন, সানিকে এই ভিডিওতে দেখা গিয়েছে আরও বহু লাস্যময়ী রুপে। আর এই আইটেম নম্বরের সঙ্গেই তেলেগু ছবিতে প্রথমবার মুখ দেখাতে চলেছেন সানি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়