Tuesday, October 21

বিভিন্ন জেলায় শ্রমিক ধর্মঘটে বন্ধ বাস চলাচল


কানিউজ ডেস্ক : পরিবহন শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কিশোরগঞ্জের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে টানা তিনদিন বন্ধ থাকার পর সকাল থেকে নেত্রকোনায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। কিশোরগঞ্জ: শ্রমিকরা ডিনিউকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে কিশোরগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ হয়। এরই জের ধরে সোমবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এ কারণে সকালে জেলা থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকার উদ্দেশেও জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এ অবস্থায় বাসকাউন্টারে এসে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নেত্রকোনা: এদিকে টানা তিনদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে নেত্রকোনায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলার পরিবহন মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পূর্ব ঘোষণা দেয়া ছাড়াই গত শনিবার থেকে ঢাকাসহ সারাদেশের সঙ্গে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে সোমবার রাতে দাবি অনুযায়ী পুরানো কমিটি বহাল রাখায় পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়