Tuesday, October 21

জামায়াতের এক মিনিটের বিক্ষোভ!


কানিউজ ডেস্ক : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের কয়েকজন সদ্যস্য সাভারে বিক্ষোভ মিছিল করেছেন। তবে এই মিছিলের স্থায়িত্ব ছিল এক মিনিট। মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঢাকা আরিচা মহাসড়কে সাভার নিউ মার্কেট থেকে ইউসুপ টাওয়ার পর্যন্ত একটি জামায়াতের ব্যানার সামনে নিয়ে বিক্ষোভ করেন। সাভার স্ট্যান্ডে পুলিশের কয়েকটি গাড়ি দেখা মাত্রই কেটে পড়েন বিক্ষোভকারীরা। সকাল থেকে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, যেকোনো নাশকতা এড়াতে তারা সক্রিয় আছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়