আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার বাইরে প্রথম ব্যক্তি হিসেবে ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়া স্প্যানিশ সেবিকা তেরেসা রোমেরোর দেহে বর্তমানে ভাইরাসটির উপস্থিতি নেই বলে জানিয়েছে স্পেন সরকার। তবে, তিনি পুরোপুরি ইবোলামুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানায় চিকিৎসকরা । খবর বিবিসি ও আলজাজিরার।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার তার দেহে রক্ত পরীক্ষাসহ তিনটি পরীক্ষা করা হয়। পরীক্ষাগুলোতে দেখা গেছে, তার দেহে এখন আর ইবোলা ভাইরাসের উপস্থিতি নেই। তবে তাকে পরিপূর্ণভাবে ইবোলামুক্ত ঘোষণা করার আগে আরেকটি পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
গত ৬ অক্টোবর মাদ্রিদের একটি হাসপাতালে ইবোলা আক্রান্ত দুইজন পাদ্রীকে সেবা দেবার পর ৪৪ বছর বয়সী ওই সেবিকার দেহে ইবোলা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর থেকেই তিনি মাদ্রিদের কার্লোস-থ্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এর আগে পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা আক্রান্ত দুই ব্যক্তি কার্লোস-থ্রি হাসপাতালে ভর্তি হয়। তাদের সেবা করার সময় ভাইরাসটিতে আক্রান্ত হন রোমেরো।
মাদ্রিদের এক চিকিৎসক বলেন, রোমেরো সম্ভবত নিরাপত্তা পোশাক না পরা অবস্থায় নিজ মুখমণ্ডলে গ্লাভস দিয়ে স্পর্শ করেন। সে সময়ই তার দেহে ইবোলা ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়