ঢাকা: সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব পুরুষেরা ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার পূর্ব পুরুষেরা ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, তিনিও ধর্মপ্রাণ মুসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিষয়ে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেন না তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন ভাবে বিশ্বাস করে ঠিক তেমনি ইসলাম ধর্মের মর্যাদা ঠিক রাখতেও শেখ হাসিনা বদ্ধপরিকর।
হাছান মাহমুদ আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের আওয়ামী লীগ কখনো ছাড় দেয়া না, সেটা গতকালের দলের কার্যনির্বাহী বৈঠকে প্রমাণিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চারপাশে স্বীকৃত কয়েকজন নাস্তিক রয়েছেন বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ বলেন, ইসলামের লেবাসধারী অনেকেই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতাকে সবসময় সমর্থন করেছে। কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে যে রেহাই পাবেন না তার প্রমাণ আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক। অন্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়