ঢাকা: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও দল থেকে অপসারণ ক্ষমতাসীনদের আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক শোক সভায় তিনি এ কথা বলেন।
‘ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে’ শীর্ষক শোক সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লতিফ সিদ্দিকীকে অপসারণ করে তার ও ক্ষমতাসীনদের পাপ মোচন হয়নি। এই মধ্যে লতিফ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর শাস্তি আড়াল করার চেষ্টা করা হয়েছে। কারণ শেখ হাসিনার পরার্মশ নিয়েই লতিফ সিদ্দিকী এই বক্তব্যে দিয়েছেন।
তিনি বলেন, দেশের প্রচলিত আইনে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তানাহলে বুঝা যাবে ক্ষমতাসীনরা লতিফ সিদ্দিকীকে বাঁচানোর চেষ্টা করছে।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়