Monday, October 13

জামিন নিলেন বিএনপি নেতা এ্যানি


ফরিদপুর: প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে রাজাকার বলায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার ফরিদপুর ৭ নং বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে মামলার পরবর্তী দিন ধার্য্য করেন। এ্যানি’র আইনজীবী গোলাম রব্বানি ভূইয়া রতন বলেন, ২০১৩ সালের ১১ মার্চ এ্যানি’র বিরুদ্ধে ফরিদপুরে পৃথক দু’টি মামলা হয়। মামলার নিয়মিত হাজিরা দিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করলে বিচারক সরোয়ার হোসেনের আদালত জামিন মঞ্জুর করে আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য্য করেছেন। উল্লেখ্য, গত বছর ঢাকায় বিএনপি’র একটি সমাবেশে প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ‘রাজাকার’ বলেন এ্যানি। যা একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর বাদী হয়ে গত বছরের ১১ মার্চ ফরিদপুর আদালতে একটি মামলা করেন। একই ঘটনায় প্রবাসীকল্যাণমন্ত্রী নিজে বাদী হয়ে এ্যানি’র বিরুদ্ধে মানহানি ও ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের পৃথক আরেকটি মামলা করেন। মামলাটি ফরিদপুর জেলা যুগ্ম জজ আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়