Monday, October 20

বিএনপির বিষধর সাপ ছাত্রদল- : ড. হাছান মাহমুদ


কানিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি জ্বালাও-পোড়াও, হত্যার রাজনীতি বন্ধ করে তাহলে দেশের মানুষ তাদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবে। সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটের খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের কার্যালয়ে তালাবদ্ধ করে রেখেছিল। এখন তো ছাত্রদল তালাবদ্ধ করে রেখেছে আগামীতে যদি তারা ২০১৩ সালের মতো জ্বালাও-পোড়াও, হত্যার রাজনীতিতে ফিরে আসে তাহলে দেশের মানুষ তাদের তালাবদ্ধ করে রাখবে। তিনি বলেন, ছাত্রদল-বিএনপি বিষধর সাপ। সুযোগ পেলে আগামীতে তারা ছোবল হানতে পারে। এদের থেকে সাবধান থাকতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়