Sunday, October 12

লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি


ঢাকা: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা এক সংবাদ ব্রিফিংয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ১ দফার গ উপধারা অনুসারে আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। এর আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি নিউ ইয়র্কে একটি সভায় পবিত্র হজ, মহানবি (সা.) এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করার জের ধরে তার মন্ত্রিত্বের অবসান ঘটল। অন্য কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়টি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়