মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে বৃদ্ধ, নারীসহ একই পরিবারের ১২ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার দুপুর পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে কাজী আব্দুর রউফ (৭৩), লাইলী বেগম (৮০), মোসাঃ সীমা খাতুন (২৫), মাহাবুব কাজী (৩৫), কাজী আনোয়ার (৪২), সুমি খাতুন (২০) আফজাল হোসেন (৫৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে আহত কাজী আব্দুর রউফ ও তার পরিবার জানায়, তার সাথে একই গ্রামের শাহাজান সরদারের মধ্যে জমি-জমা কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ ঘটনার জের ধরে আজ দুপুরে শাহাজান সরদারের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে পরিবারের সবাইকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে।
মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) মতিয়ার রহমান বলেন, বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়