Monday, October 20

এবার প্রেম বিষয়ক টিপস দিলেন মন্ত্রী মহসিন আলী!


কানিউজ ডেস্ক : প্রেম করে শিক্ষার্থীদের সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রেম করলে সময় নষ্ট হয়। এ সময় নষ্ট করা যাবে না। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে সব জায়গায়। তিনি শিক্ষার্থীদের ফেইসবুক কম ব্যবহার করারও আহ্বান জানান। নিজ যোগ্যতা ও মেধায় তিনি আজ মন্ত্রী উল্লেখ করে সময় নষ্ট না করে নিজেকে তৈরি করার পরামর্শ দেন উপস্থিত ছাত্রীদের। ইন্টারনেটের ভাল দিক ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন থাকতে বলেন। হারানো দিনের কিছু গান গেয়ে ও ইংরেজি কবিতা আবৃত্তি করে মন্ত্রী বক্তৃতা শেষ করেন। এ সময় তার আহবানে শিক্ষর্থীরাও গানে কণ্ঠ মেলায়। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজানের সভাপতিত্বে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ, কলেজের প্রভাষক আব্দুল মালিক প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়