Monday, October 27

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১০৫ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গত ১৫ দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী ছিল। এদের মধ্যে ডাকাতি, খুন, চুরি, নারী নির্যাতন ও পুলিশ এ্যাসল্ট মামলাসহ ৬৪ জন পরোয়ানাভুক্ত আসামী, ২ জন পলাতক সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার এজহারনামীয় ২৫ জন আসামী এবং মাদকদ্রব্য সংক্রান্ত ১১টি মামলায় ১০ জন ব্যক্তিকে গ্রেফতারসহ ১০২ বোতল অফিসার চয়েজ মদ ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যাহার বাজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। চোরাচালান সংক্রান্ত মামলায় ১জন পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলায় ৪২ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মদ পান করার অপরাধে তিন ব্যক্তিকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ ৫০৯ ধারায় এক ব্যক্তিকে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী “কানাইঘাট নিউজকে” জানিয়েছেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়