Monday, October 27

এষার টার্গেট এবার হৃতিক


বিনোদন ডেস্ক : বলিউডে পথচলা খুব বেশি দিনের নয় এষা গুপ্তার। এরই মধ্যে বেশ কয়েকটি ছবি দিয়ে নিজেকে আলোচনার টেবিলে নিয়ে এসেছেন তিনি। ২০১২ সালের ‘জান্নাত টু’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন এষা। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে বেশ কয়েকবারই দেখা হয়েছে, এমন কি কথাও হয়েছে তার। কিন্তু হৃতিক রোশনের সঙ্গে দেখা হয়েছে মাত্র দু’বার । তবে সেটা কোন ছবিতে অভিনয়ের কারণে নয়। দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রথম তার দেখা পান এষা গুপ্তা। সেদিনই হৃতিকের সঙ্গে আলাপ সেরে নেন। এরপর একবার দীপাবলি উৎসবে দ্বিতীবারের মতো দেখা হয় তাদের। সেদিন কিছু বলতে গিয়েও পারেননি এষা। সুযোগও হয়নি তার। কি বলতে চান হৃতিককে? সুজানের সঙ্গে নেই হৃতিক। একাকীই কাটছে তার জীবন। হৃতিকের এই নিঃসঙ্গ জীবনে কি সঙ্গী হয়ে তার জীবনটা পরিপূর্ণ করতে চান এষা! এমন প্রশ্নই সবার। অবশ্য এসব প্রশ্নের জবাবও দিয়েছেন এষা। হৃতিকের সঙ্গে ফের দেখা করার আকুলতার একটাই কারণ। তা হলো তার সঙ্গে ছবিতে অভিনয় করতে চান। অর্থাৎ বাস্তব জীবনের রসায়ন নয়। পর্দায় রসায়ন দেখাতে চান এ অভিনেত্রী। সর্বশেষ ‘হামসকলস’ ছবিতে অভিনয় করে এষা গুপ্তা আবারও দর্শকের নজর কাড়েন। এবার তার টার্গেট হৃতিক। এষার এ আহ্বানে কি তিনি সাড়া দেবেন সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়