Monday, October 13

টেন্ডুলকার ঢাকায় আসছেন মঙ্গলবার


স্পোর্টস রিপোর্টার:: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিশ্ব ক্রিকেটের সুপার মাস্টার ব্লাস্টার টেস্ট ও ওডিঅাই এর অন্যতম সেরা ব্যাটসম্যান শচিন রমেশ টেন্ডুলকার ঢাকায় আসছেন। অবসরের পর এটাই হবে শচিনের প্রথম বাংলাদেশ সফর। এখন তিনি ব্যস্ত আছেন ফুটবল নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি দলের মালিকানা তার। তিনি ঢাকায় আসছেন বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাঙ্কের নতুন নাম ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ও এর নতুন লোগো উন্মোচন করতে। দলটির মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা আসছেন শচিন। সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন ভারতের এই ব্যাটিং মাস্টার। মঙ্গলবার সকালে গোয়াহাটি থেকে একটি চার্টাড প্লেনে চেপে ঢাকায় পৌঁছানোর কথা শচিনের। তার উপস্থিতিতে ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে লোগো উন্মোচন অনুষ্ঠানটি। পাশাপিাশি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ঢাকার আশেপাশে একটি স্কুলে সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করবেন তিনি। এরপর মঙ্গলবার রাতেই মুম্বাই ফিরে যাবেন শচিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়