Monday, October 13

কানাইঘাটে শফিউল আলম নাদেল : লতিফ সিদ্দিকীর মতো ধর্মদ্রোহীদের আওয়ামীলীগে স্থান নেই


নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ধর্মদ্রোহী ও মির্জাফরদের স্থান আওয়ামীলীগে নেই। বিভিন্ন সময়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রিয় দল আওয়ামীলীগের ক্ষতি করার জন্য খন্দকার মোস্তাক ও আব্দুল লতিফের মতো মির্জাফররা ষড়যন্ত্র ও চক্রান্ত করলেও ইতিহাসের আস্তাক্রোড়ে তারা নিক্ষিপ্ত হয়েছে। তিনি লতিফ সিদ্দিকীর কথা উল্লেখ করে বলেন, সে পবিত্র হজ্ব ও তাবলিক জামায়াত নিয়ে কটুক্তি করে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেওয়ায় আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পরিষদ ও আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছেন। যে কোন ধর্ম নিয়ে কেউ কটুক্তি করলে তার স্থান আওয়ামীলীগে কখনো হবে না উল্লেখ করে শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, ধর্ম নিয়ে আওয়ামীলীগ রাজনীতি করে না তবে সকল ধর্মের রক্ষাকবজ হচ্ছে আওয়ামীলীগ। শেখ হাসিনা ইসলামের খেদমত করে কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। বিএনপি ও জামায়াত ধর্ম নিয়ে অপরাজনীতি করে। তাদের জ্বালাও পোড়াও কর্মসূচী দেশের মানুষ দেখেছে। ধর্মকে পুঁজি করে বিংশ শতাব্দিতে কেউ রাজনীতি করে ঠিকে থাকতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তী উজ্জ্বলের পাশাপাশি দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে বিএনপি জামায়াত জোটের যেকোন নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান। শফিউল আলম চৌধুরী নাদেল আজ সোমবার বিকেল ৪টায় কানাইঘাট গাছবাড়ী আঞ্চলিক শাখা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় গাছবাড়ী বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সায়েম আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার বখত সাজু এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সহসভাপতি আব্দুল হাই আল হাদি, আবু সুফিয়ান, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, শ্রী রিংকু চক্রবর্তী, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সামছুল আলম মিলন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশুক আহমদ, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাহবুবুর রহমান, বিকাশ দাস, মহানগর ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম, আলী হোসেন, মামুন রশিদ রাজু, এমাদুর রহমান, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, জালাল আহমদ, শহীদুল ইসলাম, গাছবাড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি ছবুর আহমদ, সাধারণ সম্পাদক ইছা মিয়া মতি, রাজু আহমদ, শ্রমিকলীগ নেতা জুনেদ হাসান জীবান, ছাত্রলীগ নেতা মাছুম আহমদসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিট থেকে যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী একাদিক মিছিল নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়