স্পোর্টস রিপোর্টার,ঢাকা:পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দৈনিক জনকণ্ঠ। তারা সুপার ওভার-এ হারায় এটিএন নিউজকে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ঘ গ্রুপের খেলায় টস জিতে আগে ব্যাট করে এটিএন নিউজ। ৫.৫ ওভারে ৫ উইকেট (অলআউট) হারিয়ে তারা করে ৪৮ রান। জনকণ্ঠের পক্ষে জাহিদুল আলম জয় (১/৯), নিয়াজ আহমেদ লাবু (১/১০) এবং নিখিল মানখিন (১/১২) একটি করে উইকেট পান। ব্যাটিংয়ে নেমে জনকণ্ঠ ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান করলে ম্যাচ টাই হয়ে যায়। মিথুন আশরাফ সর্বোচ্চ ৩৩* (৪-২, ৬-৩) রান করেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় সুপার ওভারে। টসে জিতে জনকণ্ঠ প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ১ ওভারে এটিএন নিউজ করে বিনা উইকেটে ১১ রান। জবাবে কোন উইকেট না হারিয়ে মিথুন শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন জনকণ্ঠকে। ম্যাচ সেরার পুরষ্কার পান তিনিই। জনকণ্ঠে দলে ছিলেন খেলোয়াড়Ñ মজিবর রহমান (অধিনায়ক), উত্তম চক্রবর্তী, রুমেল খান, রাজন ভট্টাচার্য্য, অপূর্ব কুমার; কাওসার রহমান (কোচ) ও ওবায়দুল কবির (ম্যানেজার)। প্রথম ম্যাচে জনকণ্ঠ ৬৬ রানে হারায় দ্য নিউ নেশনকে। বুধবার একই ভেন্যুতে সকাল ১০টায় জনকণ্ঠের প্রতিপক্ষ যমুনা টিভি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়