Monday, October 13

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আহত ইমামের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সরদারী পাড়া জামে মসজিদের মাইক চুরিকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মসজিদের ছানী ইমাম মাওলানা আব্দুর রহমান (৬৪) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সিলেট ওমেক হাসপাতালে মারা গেছেন। ইমামের মৃত্যুতে এলাকায় জনমনে উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সম্প্রতি সরদারী পাড়া জামে মসজিদের মাইক চুরি হয়। মাইক চুরির ঘটনায় গ্রামের সফর আলীগংরা একই গ্রামের বাসিন্দা মসজিদের ছানী ইমাম মাওলানা আব্দুর রহমানকে কয়েকদিন পূর্বে লাঞ্চিত করে। এতে ইমাম আব্দুর রহমান মহল্লাবাসীর কাছে বিচার প্রার্থী হন। গত শুক্রবার বাদ জুমআ বিষয়টি মিমাংসা করার জন্য মসজিদে বৈঠকের প্রস্তুতি চলার সময় ইমামের লাঞ্চিতকারী সফর আলীর আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে মাওঃ আব্দুর রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে তার স্বজন ও মুসল্লিরা এগিয়ে আসলে হামলাকারীদের হাতে ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মাওঃ আব্দুর রহমানকে সিলেট ওমেক হাসপাতালে ঐদিন ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২ টায় তিনি মারা যান। এছাড়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নিহত ইমামের ছেলে মিনহাজ উদ্দিন (২৫) ও ভাই মাওঃ আব্দুল্লাহ (৭০)। ঘটনার দিন কানাইঘাট থানায় ২৩ জনের নাম উল্লেখ করে আহত ইমামের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও পুলিশ অদ্যাবধি পর্যন্ত ঘটনার সাথে জড়িত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। এদিকে মাওঃ আব্দুর রহমানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি "কানাইঘাট নিউজকে" বলেন, মাওঃ আব্দুর রহমানের মৃত্যুর সংবাদটি তিনি শুনেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়