Saturday, October 11

কানাইঘাটে সন্ত্রাসী হামলায় প্রবীন আলেম গুরুতর আহত


কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের প্রবীন আলেম মাওঃ আব্দুর রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল ১০ অক্টোবর শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজের পর স্থানীয় মসজিদে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মাওঃ আব্দুর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় মাওঃ আব্দুর রহমান এর ছেলে এবাদুর রহমান বাদী হয়ে ২৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮/২২৮। মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে সরদারী পাড়া গ্রামের সফর আলীর নেতৃত্বে কিছু যুবক মসজিদে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে ঘিরে ধরে রক্তাত্ব জখম করে মৃত ভেবে চলে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেকে নিলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। খবর সংবাদদাতা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়