ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া ইনজুরি আক্রান্ত মিশেল মার্শের স্থানে অল রাউন্ডার জেমস ফকনারকে অন্তর্ভুক্ত করেছে।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ের পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
চ্যাম্পিয়নস লীগ টোয়েন্টি২০ টুর্নামেন্টের সময় মার্শ হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। লাহোর লায়ন্সের বিপক্ষে পার্থ স্কোরচার্সের হয়ে খেলার সময় মার্শ ইনজুরিতে পড়েন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে মার্শ অল্প করে জগিং শুরু করলেও টেস্ট সিরিজের আগে তার সেরে ওঠার ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। মার্শের জন্য দুঃসংবাদ হলেও ফকনারের দিক থেকে এটা দারুণ একটি সুযোগ। মাত্র একটি টেস্ট খেলা এই তাসমানিয়ার অল রাউন্ডার নিয়মিত ভাবে সীমিত ওভারের দলে সুযোগ পেলেও টেস্টে নিজেকে প্রমাণের সুযোগ তার সামনে আসেনি। ২০১৩ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজে তিনি একমাত্র টেস্টটি খেলেছিলেন। আগামী ২২ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। দুবাইতে হবে প্রথম ম্যাচ।
অস্ট্রেলিয়ান স্কোয়াড : মিশেল ক্লার্ক (অধিনায়ক), এ্যালেক্স ডুলান, জেমস ফকনার, ব্র্যাড হ্যাডিন, বেন হিলফেনহস, ফিল হিউজেস, মিশেল জনসন, ন্যাথান লিঁও, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ও’কিফ, ক্রিস রজার্স, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিশেল স্টার্চ, ডেভিড ওয়ার্নার।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়