Monday, October 20

জমিয়তে উলামার ১০১ আলিমের বিবৃতি : মাওঃ আব্দুর রহমান হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি


কানাইঘাটের বিশিষ্ট আলেমেদ্বীন সরদারিপাড়া জামে মসজিদের ছানী ইমাম মাওঃ আব্দুর রহমানকে দুস্কৃতিকারী কর্তৃক নৃশংসভাবে হত্যাকান্ড আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক প্রতিবাদ লিপিতে জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে মাওঃ আব্দুর রহমান এর সকল খুনীদের গ্রেফতার করে যদি সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয় তাহলে কানাইঘাটের আল্লামা মুশাহিদ বায়মপুরীর উত্তরসূরীরা তীব্র আন্দোলনের মাধ্যমে তাওহীদি জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের মাটি আলেম উলামার ঘাটি। এখানে আলেম হত্যাকারীদের রেহাই হবে না। বিবৃতি দাতারা হলেন, জমিয়তে উলামা বাংলাদেশেল কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আল্লামা শায়খে লক্ষীপুরী, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী, কেন্দ্রীয় জমিয়তের সভাপতি আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, সহসভাপতি মাওঃ মাহদুদুল হাসান রায়গড়ী, সহসভাপতি মাওঃ শামছুদ্দীন দুর্লভপুরী, সহসভাপতি মাওঃ হিলাল আহমদ, কেন্দ্রীয় মহা সচিব মাওঃ নজরুল ইষলাম তোয়াকুলি, যুগ্ম মহাসচিব মাওঃ মুখলিছুর রহমান রাজাগঞ্জী, সহকারী মহা সচিব মাওঃ আব্দুল জব্বার, মাও মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাওঃ আজমত উল্লাহ, মাওঃ আব্দুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওঃ হাফিজ হারুনুর রশিদ উজানীপাড়ী, মাওঃ খালিদ সাইফুল্লাহ, মাওঃ মুবশ্বির আলী, মাওঃ নুরুল হক, প্রচার সম্পদাক মাওঃ আব্দুল হুসাইন চতুলী, আইন বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট মোহাম্মদ আলী, মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ নুরুল হক, মাওঃ আব্দুল হামিদ মখসুস, মাওঃ আব্দুশ শাকুর, মাওঃ আব্দুল মুছাব্বির জামডরী, সহসম্পাদক মাওঃ আহমদ কবির, সিলেট জেলা কমিটির আহ্বায়ক মাওঃ লোকমান আহমদ তইপুরী, সদস্য সচিব মাওঃ মুফতি রশিদ আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি মাওঃ তহুরুল হক জকিগঞ্জী, সাধারণ সম্পাদক মাওঃ হাফিজ আহমদ সগির, কেন্দ্রীয় যুবনেতা মাওঃ আব্দুল্লাহ শাকির, মাওঃ হাফিজ দেলোওয়ার হোসেন, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ শরিফ আহমদ, মাওঃ নুরুল আলম, মাওঃ বদরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রনেতা হারিছ উদ্দিন, বদরুল ইসলাম আল ফারুক, গোলাম মাওলা নয়ন, ইয়াহিয়া শহীদ, হাফিজ জুবের আহমদ, হাফিজ বদরুল ইসলাম, আসাদ আহমদ, আসাদ আহমদ সহ ১০১জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়