স্পোর্টস রিপোর্টার,ঢাকা: জেএসডব্লিউ স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের নাম্বার ওয়ান স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকল।
ফাইনালে মিশরের নাওরান আলা তোরকে-কে ৩-০ তে (১৪-১২, ১২-১০ ও ১১-৭) পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয় হন দীপিকা। এ জয় পেতে তার সময় লেগেছে মাত্র ৪৬ মিনিট।
ম্যাচ শেষে দীপিকা বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে জিততে পেরে আমি দারুন খুশি। আর এটা আমার বছরের প্রথম শিরোপা। তবে, এর আগে দীপিকা সদ্য সমাপ্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
দীপিকার পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে শিরোপা জিতেছেন ভারতের আরেক তারকা হারিন্দর পাল সিং।
তিনিও মিশরের প্রতিদ্বন্দ্বী সাহেব এশাম হোসনিকে ১১-৯, ১১-৭ ও ১১-৭ পয়েন্টে হারিয়েছেন। এটা তার এ বছরের দ্বিতীয় শিরোপা। আর এ শিরোপা জিততে তিনি সময় নেন ৫০ মিনিট।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়