Tuesday, September 9

২০ দলীয় জোটের বিক্ষোভ বুধ ও বৃহস্পতিবার


কানিউজ ডেস্ক : বিচারপতিদের অভিশংসন আইনের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বুধবারদেশের সব জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার রাজধানী ঢাকায় একই কর্মসূচি পালিত হবে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদকে ফিরিয়ে দিতে সংবিধানের ১৬তম সংশোধনী বিল-২০১৪ সংসদে উত্থাপনের প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় ২০ দলের মহাসচিবরা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, আদালতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে এবং প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই এ আইন করা হচ্ছে। এ আইন পাস হলে বিচারপতিরা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে। সরকারের অপকর্ম যাতে ফাঁস না হয় সেজন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়