স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খালেদা ইকরাম।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি প্রদত্ত ক্ষমতা বলে আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে খালেদা একরামকে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খালেদা একরাম দ্বিতীয় নারী উপাচার্য। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফারজানা ইসলাম নিয়োগ পান।
বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, শনিবার নতুন উপাচার্যের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়