Monday, September 8

তিতুমীর কলেজের কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের গাড়ি ভাংচুর


কানিউজ ডেস্ক: কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগের ক্ষুব্ধ একদল কর্মী সড়কে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিছিল নিয়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী সড়কে নেমে গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় অর্ধশত গাড়ি ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলশান ১ নম্বর থেকে মহাখালী সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। নতুন কমিটি প্রত্যাখ্যানের স্লোগান দিয়ে ওই মিছিলটি কলেজের ফটক থেকে বেরিয়েই সড়ক গাড়ি ভাংচুর শুরু করে। বাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, পিকআপভ্যান কিছুই এই ভাংচুর থেকে বাদ যায়নি। প্রায় আধা ঘণ্টা ধরে দফায় দফায় এই ভাংচুর চললেও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। গুলশান থানায় যোগাযোগ করা হলে পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ভাংচুর হচ্ছে শুনেছি। তবে কেন হচ্ছে, তা জানি না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়