স্টাফ রিপোর্টার : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়া সুপ্রিম কোর্টে ভূমিকম্পের আঘাত আনার মতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেছেন, বিচারপতিদের মনস্তাত্বিক চাপে রেখে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে। জনসমর্থনহীন সংসদে এই আইন পাশ হওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্ট ভবনে মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘সংবিধানের ষোড়শ সংশোধনী: উপেক্ষিত জনমত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফোরাম। রফিকুল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকারসহ ১৫৩জন সংসদ সদস্য অনির্বাচিত। সেই সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেয়া হয়েছে। সবাইকে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য যে ব্যবস্থায় দেশের স্বাধীনতা অর্জন হয়েছে সেই ব্যবস্থা নিয়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ নেতারা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়