স্পোর্টস রিপোর্টার,ঢাকা: আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাদোনা মনে করেন তিনি যদি মাদকে আসক্ত না হতেন, তবে তিনি আরও বিস্ময়কর ফুটবল খেলোয়াড় হতে পারতেন। বর্তমানে দিনের বেশির ভাগ সময়ই নাকি তিনি নেশায় বুদ হয়ে থাকেন। ফলে রাস্তাঘাটে মাতলামি সহ সাংবাদিকদের মারধর করে বর্তমানে তার জনপ্রিয়তা শূণ্যের কোঠায়। সর্বশেষ এক জরিপে দেখা যায় জনপ্রিয়তা তো নেই-ই। উপরন্তু আর্জেন্টিনার অনেকেই নাকি ঘৃণা করতে শুরু করেছে। অথচ এক সময় এই ম্যারাদোনা আর্জেন্টাইনদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। এখন প্রায় সময়ই জাতীয় ফুটবল দলের কোচ হবার জন্য ব্যাপক দেনদরবার করেন ম্যারাদোনা। কিন্তু কতৃপক্ষ প্রাথমিক অবস্থায়ই ফিরিয়ে দেয় তাকে। কারণ যাই হউক একজন ড্রাগ এডিক্টিটেড কে তো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি আর্জেন্টিনার ফুটবলারদের বস হিসেবে নিয়োগ করা যায় না। এর ফলে প্রায় সময়ই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেন তিনি।
জীবনে যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তাতে নিজেকে ৮০ বছরের বুড়ো বলেই অনুভব করেন ম্যারাদোনা। এসব তিক্ত অভিজ্ঞতা না হলে ভিনগ্রহের বাসিন্দা হয়ে জীবন যাপন করতেন বলেও মনে করেন তিনি।
বার্সেলোনা ও ন্যাপোলির সাবেক এই তারকা দুই দুইবার নিজের দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনাল মঞ্চে নিয়ে যান। এরমধ্যে ১৯৮৬ সালের বিশ্বকাপে দলকে এনে দেন বহু আরাধ্য শিরোপা। ওই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ম্যারাদোন।
এতসব কীর্তির পর ম্যারাদোনা ১৯৯১ সালে ড্রাগ টেস্টে ধরা পড়ে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হন। এরপর ফুটবল বিস্ময় ম্যারাদোনাকে খেলোয়াড়ি জীবন ছাড়াও চরম মাসুল গুণতে হয় ব্যক্তিগত ও সামাজিক জীবনে।
ম্যারাদোনা বলেন, যদি আমি মাদকে আসক্ত না হতাম, তবে আমি বিস্ময়কর এক খেলোয়াড় হতে পারতাম। ইউরোপে যাওয়ার আগেই আমি আমার কৌশল সম্পর্কে জানতাম। আমার দুপায়ের মাঝে বল থাকলে ডিফেন্ডারদের পরাস্ত করার কৌশলে সবাই মুগ্ধ হতো।
নিজের বর্ণাঢ্য ও তিক্ত অভিজ্ঞতাময় জীবন প্রসঙ্গে তিনি বলেন, আমার মেয়েরা তাদের বুড়ো বাপ সম্পর্কে জানে- যদিও আমি ৫৩ বছর বয়সী, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আমি ৭৮ বছর বয়সী। কারণ, আমার জীবন সাধারণ ছিলো না, জীবন থেকে ৮০ বছর পার করে ফেলেছি বলে মনে হয়।
উল্লেখ্য, তার জীবনে একের পর এক নারী এসেছে। কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন খুবই কম।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়