Thursday, September 11

বিপিএল ম্যাচ ফিক্সিং আপিলের শুনানি শেষ হল


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ-ফিক্সিং রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। চার দিনব্যাপী চলা শুনানির শেষ দিন বৃহস্পতিবার মোহাম্মদ আশরাফুলের শুনানির মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়। বিপিএল ফিক্সিং ডিসিপ্লিনারি কমিটির শুনানি শেষে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত বক্তব্য দিতে পারবে অভিযুক্ত খেলোয়াড়রা। এরপর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। আশরাফুলকে এর আগে বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর শাস্তি কমানোর আবেদন করেন তিনি। আপিলে তার আইনজীবী খালিদ হামিদ চৌধুরী তদন্তে সহযোগিতা করায় আশরাফুলের সাজার মেয়াদ আরও কমানো যায় কি না এ ব্যাপারে নিজের যুক্তি তুলে ধরেন। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হয়ে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের কাছে আপিল করে বিসিবি। ২২ জুলাই আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল মোহাম্মদ আশরাফুলসহ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব জিশান চৌধুরী, নিউজিল্যান্ড ব্যাটসম্যান লু ভিনসেন্ট ও শ্রীলংকার ক্রিকেটার কৌশল লোকুয়ারাচ্চিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন। বিসিবি ও আইসিসি ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল করেছে। সাজা প্রাপ্তরা শাস্তি কমানোর জন্য ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের কাছে আপিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়