Monday, September 8

পঞ্চগড়ে গৃহবধূর লাশ উদ্ধার


ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পুকুর থেকে সাহেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার সালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটাখালি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশের এক পুকুরের পানিতে সাহেদার লাশ ভেসে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। তার স্বামী মকবুল হোসেন জানান, সকালে সাহেদা গোসল করতে বের হয়। তারপর তাকে আর পাওয়া যায়নি। পরে পুকুরে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে লোকজন আমাদের খবর দেয়। এদিকে মৃতের স্বামীসহ পরিবারের লোকজন তার মৃত্যুকে আত্মহত্যা বলে অবহিত করলেও সাহেদার মাতা হাওয়া বেগম বলেন, আগে থেকেই তার স্বামী তার উপর নির্যাতন করে আসছিল। এ নিয়ে কয়েকবার গ্রাম্য শালিশও ডাকা হয়েছে। আমার মেয়েকে তার স্বামীই তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। তা না হলে এক কোমড় পানিতে কেউ আত্মহত্যা করে মারা যাওয়ার কথা নয়। সালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটা হত্যাকান্ড কিনা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন মামলা করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়