Sunday, March 2

লেবাননে আততায়ীর গুলিতে ফরাসি নিহত

ঢাকা: রোববার লিবিয়ার বেনগাজি শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক ফরাসি নাগরিক। লেবাননের চলমান অস্থিরতার সময়ে কোন বিদেশি নিহত নিহত হওয়ার এটিই সর্বশেষ ঘটনা। রয়টার্স।
পুলিশ জানায়- তাকে তিনটি গুলি করা হয়।

পৃথক ঘটনায় অপর এক বন্দুকধারীর গুলি গুরুতর আহত হয়েছেন এক মিশরীয় মুদি বিক্রেতা। অজ্ঞাত বন্দুকধারীটি একজন সরকারি পুলিশ অফিসারকে হত্যা করতে চাইছিল। লক্ষ্য ফসকে গেলে গুলি লাগে মিশরীয়ের গায়ে।

মৃত ফরাসি বেনগাজীতে একটি নির্বিতব্য একটি হাসপাতালের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

ফরাসি নাগরিকের মৃত্যুতে ফরাসি পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়