ঢাকা: ভারতে এবার নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে
আটক হয়েছেন ডক্টরেট ডিগ্রিধারী উচ্চশিক্ষিত দুলাভাই। শ্যালিকার করা
অভিযোগের ভিত্তিতে শিশু রক্ষা আইনের ৩৭৬ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে
বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি জানায়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ওই ভদ্রলোক থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন মুনিরকা গ্রামে একটি ভাড়া বাসাতে। তার ১৩ বছরে শালীটিও তার সঙ্গেই থাকত। সে পাশের এক স্কুলে ক্লাস এইটে পড়ত। ওই লোকের স্ত্রী এবং ধর্ষিতা কিশোরীর বড়বোন থাকতেন উত্তর প্রদেশে তার শ্বশুড়বাড়িতে।
এ সুযোগে উচ্চশিক্ষিত ওই ব্যক্তি তার নাবালিকা শালীর ওপর চড়াও হন এবং তাকে
ধর্ষণ করেন।।গত কয়েক মাস ধরে এ ঘটনা চলতে থাকে। কিন্তু এ ব্যাপারে ধর্ষিতা
কাউকে কিছু জানায়নি।সম্প্রতি পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ
হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা দেখেন মেয়েটি দু মাসের অন্তসত্ত্বা।
তারা বিষয়টি পুলিশকে জানান।
পুলিশি জেরার মুখে শিশুটি কান্নায় ভেঙ্গে পড়ে এবং সব ঘটনা ফাঁস করে দেয়।
স্বাস্থ্য পরীক্ষায় তার ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়। পরে স্থানীয় এক এনজিওর
সহায়তায় ওই বালিকার জবানবন্দি গ্রহণ করে পুলিশ।
এ প্রসঙ্গে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, ‘ইতিমধ্যে
একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া তার পরিবাকেও বিষয়টি জানানো হয়েছে।তারা এখনো দিল্লিতে এসে পৌঁছায়নি।’
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়