Tuesday, November 5

মৌলভীবাজারে জামায়াত-শিবির ও ছাত্রদলের ৮ নেতাকর্মী আটক


মৌলভীবাজার: ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরও ছাত্রদলের ৮ পিকেটারকে আটক করেছে পুলিশ। মংগলবার সকাল ১১ টার দিকে শহরের চাঁদনী ঘাট এলাকায় রাস্তার পিকিটিং করার সময়  তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌলভীবাজার সদর থানা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক দেওয়ান আশরাফ(২৪), শিবিরসদস্য শাহীন ইকবাল (২৫), জামাল আহমদ(২৬), আব্দুস ছালাম(২০) ও ছাত্র দলেরকর্মী আব্দুল লতিফ (৩০),শিপন মিয়া(২৭).আব্দুর রশীদ(২৬) আকল (২৯) ।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। হরতালে যেকোনো ধরনের  সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়