রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর যুবদল ও ছাত্রদল মঙ্গলবার সকালে যাত্রামুড়া ও বিশ্বরোড এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও পুলিশ বাধা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে হরতাল সমর্থনকারীরা যাত্রামুড়া এলাকার আওয়ামী লীগের অফিস ভাংচুর করে ২০ থেকে ২২টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে যুবদল সৈকত রহমান বারেক, রমজান, জাকির, মাহাবুব, ছাত্রদলের আলতাফ হোসেনসহ ৮ নেতাকর্মী আহত হয়। এ সময় আব্দুল হালিম নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। যুবদলের কেন্দ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, তত্ত্বাবধায়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।----ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়