Tuesday, November 5

মানুষ ভালো থাকলে উনি শান্তি পান না : খালেদাকে-প্রধানমন্ত্রী

নওগাঁ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। নৌকায় ভোট দিলে জনগণ শান্তিতে থাকতে পারে।

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর পোরশা ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধাানমন্ত্রী বলেন, আপনাদের কাছে উন্নয়নের উপহার নিয়ে এসেছি। সেতু, সড়ক, শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তিনবার সারের দাম কমিয়েছে। বীজ সরবরাহ করেছে। নওগাঁ জেলা খাদ্যে উদ্বৃত্ত হয়েছে। বেকারদের কর্মসংস্থানের জন্য ঋণ দিয়েছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, মহাজোট সরকার সারের দাম তিনবার কমিয়েছে। প্রতি জেলা ও উপজেলায় মসজিদ করে দেওয়ার কথা বলেন তিনি। প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের উন্নতি করেছে। অন্য কারও উন্নতি করেনি।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মানুষ ভালো থাকলে উনি শান্তি পান না। আজও ঢাকায় বোমায় ৩৫ জন আহত হয়েছে। গাড়িতে মানুষ পুড়ছে। আর ওনারা দাঁত বের হাসছেন। মানুষের কষ্ট দেখলে তাঁদের আনন্দ হয়। আপনি কেন আগুনে মানুষ পুড়িয়ে মারছেন? একজন মুসলমান কি আরেকজন মুসলমানকে মারতে পারে?’

অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারা আগুন দিয়েছে। জায়নামাজ পুড়িয়েছে। শত শত পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। কেউ কোরআন পোড়ালে কীভাবে আবার ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে?’ সে প্রশ্ন রাখেন তিনি।

বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ওনাকে দুপুরে ফোন করেছি। ওনাকে আমি পাইনি। আমি তো ওনার সঙ্গে ফোনে কথা বলতাম, চেহারা দেখব না। তাহলে তো মেকআপ লাগবে না। তার পরও মেকআপ করতে ওনার নাকি রাত নয়টা লাগবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে। এ সময় তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। উপস্থিত জনতার কাছ থেকে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়