Tuesday, November 5

বংশালে পুলিশের ওপর অতর্কিত হামলা

ঢাকা : বিরোধী দলের দ্বিতীয় দিন হরতালে বিকালে রাজধানীর বংশালে পুলিশের ওপর অতর্কিত হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লালবাগের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. জামাল পাশা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হঠাৎ পুরান বংশাল ক্রসিংয়ে এসে এলোপাতাড়ি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পুলিশকে লক্ষ করে কাচের বোতল নিক্ষেপ করে।

পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে যুবকরা আশপাশের সরু গলিতে চলে যায় বলে জানান তিনি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়