Wednesday, November 20

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী হলেন দুনিয়া মামুন

ঢাকা : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দুনিয়া মামুনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

এদিকে, মালদ্বীপের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপ দেশটিতে গাইয়ুম পরিবারের গভীর প্রভাবের কথা বিবেচনা করে এ নিয়োগ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রায় দু’বছর রাজনৈতিক অস্থিরতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে মালদ্বীপের ভাবমর্যাদা বিনষ্ট হয়েছে এবং তা পুনরুদ্ধার করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উল্লেখ্য, টানা ৩০ বছর মালদ্বীপ শাসন করেছেন মামুন আবদুল গাইয়ুম। নির্বাচনে বিজয়ী হয়ে গাইয়ুমের সৎ ভাই প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ৪৩ বছর বয়সী দুনিয়াকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেন। দুনিয়া মামুন এর আগে মুহাম্মদ ওয়াহিদের সরকারে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়