Wednesday, November 20

অস্ট্রেলিয়ার দুঃখ প্রকাশ

ঢাকা : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামবাং ইয়োধইয়নোকে যেকোন ধরনের বিব্রত করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন।
অস্ট্রেলিয়া ইয়োধইয়নের ফোনে আড়ি পেতেছে এ ধরনের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করলেন।
মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, ইন্দোনেশিয়া এবং তার সরকার ও জনগণের প্রতি অস্ট্রেলিয়ার গভীর শ্রদ্ধা রয়েছে। অস্ট্রেলিয়ার ভালো বন্ধু হিসেবে প্রেসিডেন্ট ইয়োধইয়নের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে। মূলত বিশ্বের মধ্যে তিনি সবচেয়ে ভালো বন্ধুদের অন্যতম।
তিনি বলেন, এ কারণে তাকে বিব্রত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে তিনি স্পষ্ট বলেছেন, এ জন্যে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা প্রত্যাশা করা উচিত হবে না।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার প্রেসিডেস্টসহ তার আশপাশের আরো ৯ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর জাকার্তা ক্যানবেরার কাছে এর ব্যাখ্যা দাবি করেছে।
একইসঙ্গে ইয়োধইয়নো বলেছেন, অস্ট্রেলিয়াকে সহযোগিতার বিষয়ে নতুন করে ভাবতে হবে। এ ছাড়া ইন্দোনেশিয়া ক্যানবেরা থেকে তাদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়