Wednesday, November 20

আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু


চুয়াডাঙ্গা:  জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে বুলবুলি খাতুন (২৮) নামে এক গৃহবধূর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি ওই গ্রামের তানভীর আহমেদ তানসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, এই মৃত্যু নিয়ে পরষ্পরবিরোধী বক্তব্যের কারণে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহতের শ্বশুরবাড়ির লোকজন এটাকে কেরোসিন কুপি থেকে মোটরসাইকেলে আগুন ধরার কারণে দুর্ঘটনায় ওই বুলবুলির মৃত্যু হয়েছে বলে দাবি করছেন।
অপরদিকে, পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা এবং প্রতিবেশীদের অনেকেই হত্যা করা হয়েছে মর্মে সন্দেহ করায় প্রশ্ন দানা বেধেছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়