Monday, November 4

অজগর শাপ দিয়ে বডি মালিশ!

ঢাকা : মানুষ স্পা, বডি ‍ম্যাসাজ বা মালিশ করতে কত পদ্ধতিই না বের করেছে। মাছ, ইদুঁর এমনকি শামুক দিয়েও বডি ম্যাসাজ হয়েছে। বডি ম্যাসাজে আরো বৈচিত্র্য আনতে এবার অজগর সাপকে কাজে লাগানো হচ্ছে।

অজগর সাপ, যাকে দেখলেই ভয়ে শরীর শিউরে ওঠে, সেই অজগরই এবার শরীরকে চাঙ্গা করে দিচ্ছে। আপনার শরীর মালিশ করে ফিরিয়ে আনবে সতেজতা। এজন্য ইন্দোনেশিয়ার জার্কাতায় খোলা হয়েছে ‘পাইথন ম্যাসাজ পার্লার’।

দোকানে ঢোকার মুখে অজগরের বড় একটা ছবি। শুরুতে দেখেই অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। তবে যারা সাহস করে যাচ্ছেন, বেরিয়ে এসে তাদের মুখে প্রশান্তি, আরাম আর সুখের হাসি।

অজগর মালিশ নেওয়ার পর ৩০ বছর বয়েসি এক মহিলা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রথমে অজগর সাপটিকে গায়ের ওপর ফেলল, তখন তো চিত্‍কারও করে উঠলাম ভয়ে। কিন্তু একটু পরে বুঝতে পারলাম কত সুন্দরভাবে ও ম্যাসেজ করতে পারে। দারুণ একটা অনুভূতি হল আজ।''

এই ম্যাসাজ পার্লারের মালিক বলেন, “সারাদিন অনেক লোকেই আসছে। তবে অজগর সাপ দিয়ে ম্যাসাজ করানোর  ঝোঁক বিদেশি পর্যটকদের মধ্যেই বেশি।

অজগর সাপ দিয়ে ম্যাসাজ করাতে হলে খরচ করতে হচ্ছে ৩০ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৮০০ টাকা। সেই হিসাবে দেখলে অজগর সাপের এই বৈচিত্রপূর্ণ মালিশ মাত্রাতিরিক্ত ব্যয়ের কিছু নয়। যতই হোক অজগর বলে কথা..------ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়