Monday, October 21

আশুলিয়ায় বাস খাদে, আহত ১৫

ঢাকা: সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নবীনগর থেকে পলাশ পরিবহনের একটি বাস চন্দ্রার উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় পৌঁছলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়