ঢাকা: জানুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এবং মধ্য জানুয়ারির মধ্যে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার রাতে গণভবনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিএনপি ইতিবাচক সাড়া দিলেই সংকট সমাধান হবে।' এদিকে, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, 'বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা তার ওপর নির্ভর করছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটে থাকবে কিনা।'
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শীর্ষ নেতাদের নিয়ে গণভবনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যানহুসেইন মুহাম্মদ এরশাদ। জাতির উদ্দেশ্যে ভাষণের সর্বদলীয় সরকারের প্রস্তাব দেয়ার পর সর্বপ্রথম মহাজোটের শরিক দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা। এ বৈঠকে তার প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভাসহ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ প্রসঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, তিনি আলোচনা করেছেন নির্বাচন কখন হবে। নির্বাচনের সিডিউল নিয়ে। জতীয় পার্টির সঙ্গেই প্রথম আলোচনা করলেন। এরপর ১৪ দলের সঙ্গে । এরপর বিএনপির সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, যে কোনো রাজনৈতিক পরিস্থিতি ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করবে মহাজোট। প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে আশা করে তিনি বলেন, শেখ হাসিনাই হবেন অন্তর্বতীকারীন সরকারের প্রধান।
এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, 'এ ব্যাপারে কোনো ছাড় নেই। এখন প্রধানমন্ত্রী যদি নিজ থেকে মনে করেন সরে দাঁড়াবার, সেটা ভিন্ন কথা। যদি তা না হয়, তবে নির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত সে ধারাবাহিকতা থাকবে। আমি আশা করবো, বিএনপি সে প্রস্তাবে গুরুত্ব দিবে এবং ইতিবাচক সাড়া দিবে এবং সংকট সমাধানে এটাই একমাত্র পথ।'
সৈয়দ আশরাফ জানান, মহাজোটের অন্যন্য দলের সঙ্গে আলোচনা করে জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী সরকার। এ বিষয়ে সৈয়দ আশরাফ আলো বলেন, 'আশা করি জানুয়ারির মধ্যেই নতুন নির্বাচিত সরকার আসবে।' বিরোধীদলের সঙ্গে সংলাপের দায়িত্ব পাওয়া সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, 'প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিএনপি কেমন সাড়া দেয়া তার ওপরই নির্ভর করছে সংলাপ হবে কি হবে না।'---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়