Monday, October 21

ইরাকের কয়েকটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কয়েকটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। রোববার কর্তৃপক্ষ জানায়, রাজধানী বাগদাদের একটি রেস্তোঁরায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত ও ৪২ লোক আহত হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় আরবার প্রদেশে ৫ জন আত্মঘাতী হামলাকারীর একটি দল বোমা হামলা চালালে কমপক্ষে ৫ জন নিহত ও ২০ জন মানুষ আহত হয়। ওদিকে, দক্ষিণাঞ্চলীয় সামারা শহরে আরেক দফা আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার দায় কেউ স্বীকার না করলেও, শিয়া-সুন্নী দ্বন্দ্বের কারণে এসব হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়