Monday, October 21

সিরাজগঞ্জে র‌্যাব-পুলিশের সঙ্গে আওয়ামীলীগের সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে র‌্যাব-পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সংঘর্ষের সময় শহরের প্রাণকেন্দ্র বাজার ষ্টেশন এলাকায় আতঙ্কের সৃস্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরে পুলিশ ও র‌্যাব প্রায় ৫০/৬০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার পর থেকে পুরো বাজার ষ্টেশন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, সদর থানার উপ-পরিদর্শক আব্দুল সালাম জানান, ইটপাটকেলের আঘাতে তাদের ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়