Saturday, October 19

সরকার গণতন্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে : মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে গণতন্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার সভা-সমাবেশ বন্ধ করে গণতন্ত্রের সব দরজা-জানালা বন্ধ করে দিয়েছে। এতে মানুষের দম বন্ধ হয়ে আসছে। সুতরাং দরজা-জানালা খোলার জন্য আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো দ্বৈত ভূমিকাধারী। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু অন্তরে তা বিশ্বাস করে না।

সভা-সমাবেশ নিষিদ্ধ করা কোন ধরনের গণতন্ত্র? জানতে চেয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

দেশমাতৃক পরিষদ নামে একটি সংগঠন 'গণতন্ত্র ও বাংলাদেশ' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

সংগঠনটির সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহীম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, আইনজীবী ড. তুহিন মালিক প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়