Sunday, October 27

সকল দল নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, বড় দু'দলের মধ্যে সমঝোতা হবে। 

আজ রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে বেরিয়ে যাওয়া সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সকল দল নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তড়িঘড়ি করে আগেই সব দরজা বন্ধ করা ঠিক হবে না।

দু'নেত্রীর ফোনালাপ ভালো খবর উল্লেখ করে সিইসি বলেন, রাজনীতিতে আশার আলো দেখতে পাচ্ছি। আলোচনা শুরু হয়ে গেছে। এখনো টেবিলে হয়নি। তবে এটা আমাদের জন্য ভালো খবর।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়