Friday, October 18

মহম্মদপুরে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মাগুরা-২ আসনের সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল নেতৃত্বধীন গ্রুপের স্থানীয় ছাত্রদলের আয়োজনে এদিন দুপুরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ রবি। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম খাঁন ও পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির বিদ্রোহী গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ প্রিন্স।

ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম টিটুর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজির রহমান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে-উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল ইসলাম মঞ্জু, আলী আক্কাচ মোল্যা, মতিউর রহমান মতি, তারিকুল ইসলাম, মাসুদ রানা, সুজন মিয়া, মিরাজ খাঁন, মাসুদুর রহমান, ইমরান হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের ৫ শতাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ গ্রহণ করেন। সবশেষে নেতৃবৃন্দ মধ্যাহ্ণভোজে অংশ নেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়